ভ্যাপসা গরম থাকতে পারে আরও ৪ দিন

১৬ মে ২০২২

দেশের ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলের মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে। আগামী শুক্রবার পর্যন্ত এ গরম অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এমন গরম অনুভূত হচ্ছে। পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

প্রাপ্ত তথ্যমতে, চলতি সপ্তাহের শুরু থেকেই উত্তাপ ছড়াছে সূর্য। উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বৃষ্টি হলেও বাকি এলাকাগুলোতে তাপমাত্রা বেড়েই চলেছে।  শুক্রবারের পর বৃষ্টি হতে পারে। এতে কমে আসতে পারে তাপমাত্রা। এছাড়া  কোথাও কোথাও  কালবৈশাখী হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে রাজশাহীতে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায়। মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে উত্তরাঞ্চলের কোথাও কোথাও। দেশের অন্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

এমকে


মন্তব্য
জেলার খবর