ডলারের বিপরীতে ৮০ পয়সা কমলো টাকার মান

১৬ মে ২০২২

দেশে সোমবার (১৬ মে) এক দিনেই মার্কিন ডলারের বিপরীতে ৮০ পয়সা কমেছে টাকার মান। ডলারের দর ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সাম্প্রতিক রফতানির তুলনায় রেকর্ড পরিমাণ বেড়েছে আমদানি ব্যয়। এতে ডলারের ওপর পড়া চাপ সামাল দিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। আর এতেই কমে যাচ্ছে টাকার মান। গত দেড় মাসে কয়েক ধাপে ডলারের দাম বেড়েছে ১ টাকা ৯০ পয়সা।

প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত  চা‌হিদার বিপরী‌তে ব্যাংকগুলোর কাছে পাঁচ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০ দিনের ব্যবধা‌নে তিন দফায় ডলারের বিপরীতে টাকার দরপতন হয় এক টাকা ৩০ পয়সা। চলতি অর্থবছরের (২০২১-২২) জুলাই-মার্চ- এ সময়ে রফতানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ, আমদানি বেড়েছে ৪৩ দশমিক ৮৬ শতাংশ। রফতানি আয় হযেছে তিন হাজার ৬৬২ কোটি ডলার, আমদানিতে ব্যয় করতে হয়েছে ৬ হাজার ১৫২ কোটি ডলার। বাণিজ্য ঘাটতির পরিমাণ দুই হাজার ৪৯০ কোটি ডলার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর