শুক্রবার থেকে কমতে পারে তাপমাত্রা

১৭ মে ২০২২

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি সপ্তাহ থেকে শুরু এ তাপমাত্রা আগামী বৃহস্পতিবার নাগাদ অব্যাহত থাকতে পারে। আর শুক্রবার থেকে  তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতর বলছে, মঙ্গলবার (১৭ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করেছে  খুলনায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসের বলা হয়েছে—  রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণে বৃষ্টি হতে পারে রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায়। আর উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমকে


মন্তব্য