দাম বাড়ালো সোনার

১৭ মে ২০২২

দেশের বাজারে সোনার দাম বাড়ানো ঘোষণা দেওয়া হয়েছে। প্রতি ভরিতে বাড়ানো হয়েছে  এক হাজার ৭৫০ টাকা। স্বর্ণ ব্যাবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৭ মে) এ ঘোষণা দেয়। বুধবার (১৮ মে) থেকে  নতুন দরে সোনা কেনাবেচা হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভড়ি ২২ ক্যারেট (ভালো মানের) ৭৮ হাজার ২৬৮ টাকা, ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৫৩ হাজার ৩৬২ টাকায় বেচাকেনা করতে হবে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি ও স্থানীয় বলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায়  নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর