লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি প্লাস্টিক ফ্যাক্টরির মালামাল চুরি করতে দেখে ফেলায় মজিবর রহমান (৬৫) নামের কারখানাটির এক দারোয়ানকে পিটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ মে) সন্ধ্যার পর সাপ্টিবাড়ি বিসিক শিল্প নগরীর মেসার্স ভাই ভাই প্লাস্টিক ফ্যাক্টরি এন্ড ইন্ডাস্ট্রিতে এ ঘটনা ঘটে। মজিবর রহমানকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।
মজিবর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার আগে তিনি চা পানের জন্য চায়ের দোকানে যান। সেখান থেকে ৫ মিনিট পরে ফ্যাক্টরিতে ফিরে দেখেন- পরিচিত ৫ জন ফ্যাক্টরিতে তৈরি প্লাস্টিকের বদনা ও সুতা নিয়ে যাচ্ছে। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার দিলে ওই ৫ জন তাকে লাঠি ধারালো দেশিয় অস্ত্র দিয়ে মারতে শুরু করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ও হাসপাতালে ভর্তি করান।
ফ্যাক্টরিটির মালিক মো. শহিদুল ইসলাম জানান, ঘটনা শোনার পরপরই তিনি ফ্যাক্টরিতে চলে আসেন। দেখেন- ফ্যাক্টরির অনেক মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দিবেন। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লাজু সরকার/এমকে