৪ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার

১৭ মে ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) বিকালে গাড়ীদহ মডেল ইউনিয়নের মহিপুর পিসিভাটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মিলন মন্ডল(২৪), সে ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে।

জানা যায়,  মহিপুর নতুনপাড়া(পিসিভাটা) গ্রামের ওই শিশুকে নিয়ে তার মা এলাকার একটি চাতালে ধান শুকানোর জন্য যায়। বিকার সাড়ে তিনটার দিকে শিশুটি চাতালের হাউজে গোসল করতে যায়। কিন্তু হাউজে পানি না থাকায় মিলন মন্ডল পানি দেওয়ার কথা বলে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে মিলন পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদি হয়ে মিলনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আসামি মিলনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর