ভরা মৌসুম হলেও কেবল কারসাজির কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বড় বড় কৃষকেরা, ব্যবসায়ীরাও ধান মজুত করছে। কারণ কিছুদিন পর ধানের দাম আরও বাড়বে এবং তাদের মুনাফা বাড়বে। এটাই কারসাজি। মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজধানী ঢাকায় নয়া পল্টনের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান।
মির্জা ফখরুল বলেন, ভরা মৌসুমে চালের দাম বাড়ার কথা না, কমার কথা। কারণ বোরো কাটা হচ্ছে। সেই জায়গায় সব ধরনের চালের দাম বেড়ে গেছে। তার মানে-দেয়ার ইজ সাম প্রব্লেমস ইন প্ল্যানিং, টোটাল প্ল্যানিংয়ের মধ্যে প্রব্লেম আছে।
মির্জা ফখরুল জানান- সমস্যা হলো, যারা যে ব্যবসা করেন, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্যের ব্যবসায়ী এখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। ফলে ওখানে ব্যবসাটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে।
সম্প্রতি কৃষক দলের একটি প্রতিনিধিদল হাওর এলাকা পরির্দশন করে। সেখানকার সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জাতীয়তাবাদী কৃষক দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এমকে