ভেঙে পড়লো বেইলী ব্রীজ, যান চলাচল বন্ধ

১৭ মে ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন ডাওরী আঞ্চলিক মহাসড়কের ডাওরী বাজার সংলগ্ন বিকল্প বেইলী ব্রীজটি ভেঙে খালে পড়ে গেছে। এ সময় ব্রীজের ওপর থাকা কয়লা বোঝাই একটি ট্রাক নিচে পড়ে যায়। এতে  মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ চলছে।   একই সঙ্গে এ সড়কের ডাওরী বাজার সংলগ্ন খালের উপরের মূল বেইলী ব্রীজটি ভেঙে সেখান  নতুন ব্রীজ নির্মাণ করা হচ্ছে। যাতায়াত স্বাভাবিক রাখতে সেখানে বিকল্প বেইলী ব্রীজ নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ভোলা থেকে একটি কয়লা বোঝাই ট্রাক বেইলী ব্রীজ পারাপার হচ্ছিল। এ সময় হঠাৎ করেই ব্রীজটির মাঝখান দিয়ে ভেঙে যায়, আর ট্রাকটি নিচে খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। সন্ধা ৭ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে  জানান পুলিশের এ কর্মকর্তা ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর