মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় সাত বোতল বিদেশি মদসহ শাহীন হাওলাদার (২৮) ও তার স্ত্রী জেসমিন (২০)কেআটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ মে) সকালে ভোলা পৌরসভা ৪ নং ওয়ার্ডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
শাহীন হাওলাদার ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৌটুবী এলাকার বাবুল হাওলাদারের ছেলে। ভোলা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শাহীন হাওলাদারের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে