শেয়ারদর ও সূচকে পতন

১৮ মে ২০২২

সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর কমেছে। বড় ধরণের পতন দেখা গেছে সূচকের। মঙ্গলবার (১৭ মে)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও  চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন পরিস্থিতি ছিল এমনই।

 ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ২৭ দশমিক ৪২ পয়েন্ট কমে ছয় হাজার ৪০৩ দশমিক ৫০ পয়েন্টে, ডিএসইএস ১ দশমিক ৫২ পয়েন্ট কমে এক হাজার ৪০৮ দশমিক ৭৬ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট  কমে দুই হাজার ৩৬৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেন করা ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৫টির এবং বাকি ৪৫টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ২৪ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন কমেছে ২৪৪ কোটি ৩৮ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৭২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ২৪৮ দশমিক ৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই ১২১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৪৫ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৯৫টির এবং ৩২টির অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর