বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ রাতে একটি ফ্লাইটে রওনা দেবেন তিনি। ৭৫তম এই আসরে তিশা যাচ্ছেন ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার নিয়ে। ১৯ মে কানে উন্মুক্ত হবে ট্রেলারটি। বিশ্ব সিনেমার বড় এ প্ল্যাটফর্মে সিনেমাটির ট্রেলার প্রকাশ নিয়ে খুশি তিশা।
তিশা বলেন, ‘সিনেমার জন্য বিশ্বের বড় একটা প্ল্যাটফর্ম কান চলচ্চিত্র উৎসব। এ উৎসবে আমাদের “মুজিব: দ্য মেকিং অব আ নেশন” সিনেমার ট্রেলার প্রকাশ করা হবে। এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। এত বড় প্ল্যাটফর্মে ট্রেলার রিলিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা সিনেমাটি নিয়ে সামনে আরও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে যাব। সে বিষয়েই আশাবাদী।’
বিশ্বের বড় এ উৎসবে তিশার ৪ মাসের মেয়ে ইলহামও যাচ্ছে। এ বিষয়ে তিশা বলেন, ‘মেয়ে ইলহামকে দেখাশোনার জন্য আমার বোন যাচ্ছে। ইলহামের বাবাও মেয়েকে ছাড়া থাকতে পারবেন না। যে কারণে নিজের মতো করেই বেবিসিটার হিসেবে যাচ্ছেন। এমন ঘটনা হয়তো খুব কমই ঘটে, এত বড় একজন চলচ্চিত্র নির্মাতা বেবি সিটার হিসেবে যাচ্ছেন (হাসি)।’
আরআই