বলিউড সুপার স্টার কৃতি শ্যানন। বর্তমানে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। একের পর এক নামকরা পরিচালকের সাথে কাজ করে চলেছেন তিনি। এবার বলিউডের আরেক খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ শুরু করছেন তিনি।
বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছিল, অনুরাগ কাশ্যপের ছবিতে কাজ করতে যাচ্ছেন কৃতি। ছবিটি নাকি কিল বিল–এর রিমেক। সম্প্রতি এ বলিউড নায়িকা গুঞ্জন স্পষ্ট করেছেন। অনুরাগের ছবি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এ ছবিটা একদম অন্য রকম আর ভিন্ন স্বাদের। বলতে পারেন আমি এক অন্য দুনিয়ায় পা রাখতে যাচ্ছি।’
কিল বিল–এর রিমেক কি না, সে প্রসঙ্গে কৃতি বলেছেন, ‘অনুরাগ কাশ্যপ কখনো রিমেক ছবি বানান না। নতুন ছবিটির চিত্রনাট্য একদম তাজা। এ ছবির গল্প মূলত প্রতিশোধের কাহিনি নিয়ে। এ ছাড়া ছবিটায় অনেক অ্যাকশন আছে। অনুরাগ সব সময় নিজের এক দুনিয়া সৃষ্টি করতে ভালোবাসেন। আমি তার এ দুনিয়ার বাসিন্দা হতে চাই। অনুরাগের মতো পরিচালকের সঙ্গে কাজ করা নিয়ে আমি রোমাঞ্চিত আর উৎসাহিত। আমি এ ধরনের ছবিতে আগে কখনো কাজ করিনি।’
আরআই