মন্তব্য
আগামী ৫ জুন শুরু হবে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। এ অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন। বুধবার (১৮ মে) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি শুরু হবে বিকাল ৫ টায়। আর বাজেট উত্থাপন হবে ৯ জুন। প্রস্তাবিত বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর সংক্ষিপ্ত হলেও এবার কিছুটা স্বাভাবিকভাবে অধিবেশনটি চলবে।
এমকে