মন্তব্য
দেশে করোনা আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা না গেলেও করোনা রোগী শনাক্ত হয়েছে ২২ জন। আর এ রোগ থেকে সেরে উঠেছেন ২৪১ জন। বুধবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টানা ২৮ দিনে দেশে কোনো করোনা রোগী মারা যায়নি বলে জানিয়েছে অধিদফতরটি।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, এ সময়ে ৪ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১টি। এর মধ্যে শূন্য দশমিক ৪৪ শতাংশ নমুনায় করোনার জীবাণু পাওয়া গেছে।
অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ১০৩ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন। ২৯ হাজার ১২৭ জন মারা গেছেন। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৮৩৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।
এমকে