অভিজ্ঞদের নিয়োগ না দিয়ে দলবাজ কিংবা শীর্ষ নেতৃত্বের স্বজনতোষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনা করায় সরকার আন্তর্জাতিক স্যাটেলাইট প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে। এতে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এ বিষয়ে তদন্ত হওয়া দরকার বলে মনে করছে বিএনপি। বুধবার (১৮ মে) রাজধানী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি। সোমবার (১৬ মে) রাতে এ বৈঠক হয়। সে বৈঠকে স্যাটেলাইটের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় বলা হয়েছিল- পরবর্তী সাত বছরের মধ্যে (২০২৫ সাল) খরচের অর্থ তুলে আনা সম্ভব হবে। কিন্তু উৎক্ষেপণের চার বছর পূর্তিতে পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হচ্ছে, চার বছরের মধ্যে প্রথম তিন বছরে নানা কারণে কোনো আয় হয়নি। আস্তে আস্তে আয় শুরু হয়েছে। তিনি জানান, বিএনপি মনে করে, কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিল ও উন্নয়নের ডামাডোল বাজাতেই এ ধরনের অপরিণামদর্শী প্রকল্প গ্রহণ করা হয় এবং দেশকে আর্থিক ক্ষতির সম্মুখীন করা হয়েছে। স্যাটেলাইট-১ তৈরি এবং উৎক্ষেপণে বাংলাদেশের প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়।
এমকে