মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেনু শিকারকালে মঞ্জু নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে স্লুইজ ঘাট পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল। মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ প্রবল স্রাতের টানে ভেসে যায় সে। এরপর আর তাকে পাওয়া যাচ্ছে না। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। বিকাল ৫ টায় এ রির্পোট লেখা পযর্ন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
কামরুজ্জামান শাহীন/এমকে