হজে যেতে না পারলে নিবন্ধনের টাকা ফেরত পাওয়া যাবে

১৮ মে ২০২২

তিন কারণে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিতরা এ বছর হজে যেতে না পারলে নিবন্ধনের টাকা ফেরত পাবেন। বুধবার (১৮ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কারণগুলো হচ্ছে- মারা যাওয়া, অসুস্থতা ও ৬৫ বছরের বেশি বয়সসীমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ তিন কারণে হজে যেতে না পারলে তাদের পরিবর্তে প্রতিস্থাপিত ব্যক্তি তার নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ সমন্বয় করতে পারবেন না। এক্ষেত্রে নিবন্ধন বাবদ জমাকৃত অর্থ ফেরত পেতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তবে প্রতিস্থাপিত হজযাত্রীকে প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ হবে সৌদি আরবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর