পেঁয়াজের যৌক্তিক দাম কত,জানালেন বাণিজ্যমন্ত্রী

১৮ মে ২০২২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ২০-২২ টাকা। তাই  উৎপাদনকারী  ২৫ থেকে ৩০ টাকার মধ্যে দাম পেলে সেটা যৌক্তিক। আর ভোক্তা পর্যায়ে দাম হতে পারে  ৪৫ টাকা পর্যন্ত। বুধবার (১৮ মে) সাংবাদিকদেরকে বিষয়টি জানান। বাণিজ্যমন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী।

২০২৫ সালের পর দেশে আর পেঁয়াজ আমদানি করতে হবে না উল্লেখ করে মন্ত্রী টিপু মুনশি জানান, সেভাবেই উৎপাদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে। সভায় বাণিজ্য সচিব, দ্রব্যমূল্যের সঙ্গে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ছাড়াও এফবিসিসিআইসহ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর