শেয়ারদর ও সূচকের পাশাপাশি লেনদেন কমেছে

১৯ মে ২০২২

বুধবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর যেমন কমেছে, তেমনি বড় পতন দেখা গেছে সূচকের। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে, পরিমাণে ১৬ কোটি ৮২ লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিস্থিতি একই ধরণের দেখা গেছে।

সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৯৩ দশমিক ৫৮ পয়েন্ট, ডিএসইএস ১৭ দশমিক ২৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৭ দশমিক ১৮ পয়েন্ট হ্রাস পেয়েছে।  ডিএসইএক্স ছয় হাজার ৩০৯ দশমিক ৯১, ডিএসইএস এক হাজার ৩৯১ দশমিক ৫০ আর ডিএস৩০ সূচক দুই হাজার ৩৩৬ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে।

শেয়ার লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৪২টির, বিপরীতে কমেছে ৩১০টির আর বাকি ২৯টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৭৬২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার। লেনদেন কমেছে ১৬ কোটি ৮২ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১০১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৪৭ দশমিক ০২ পয়েন্টে এবং সিএএসপিআই ১৭০ দশমিক ০১ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৭৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ৫৩টির, কমেছে ২১৪টির এবং ২৭টির  অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর