দেশের বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরী মারা গেছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তর লন্ডনের বার্নেট হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা।
গাফফার চৌধুরীর ব্যক্তিগত সহকারী জাহানারা ঝর্ণা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। বরিশাল জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। এরপর সাংবাদিকতা করেছেন ঢাকার বিভিন্ন কাগজে। বায়ান্নর ভাষা আন্দোলনের পর তার লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান তাকে খ্যাতি এনে দেয়। স্বাধীনতার পর ১৯৭৪ সালের ৫ অক্টোবর স্ত্রীর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান। প্রবাসে থেকে গাফফার চৌধুরী বাংলাদেশের প্রধান পত্রিকাগুলোতে নিয়মিত লিখে যাচ্ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন। তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩৫টি। কাজের স্বীকৃতির জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৭), একুশে পদক, ইউনেসকো সাহিত্য পুরস্কার এবং স্বাধীনতা পদক (২০০৯) পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
এমকে