ভ্যাপসা গরমে কাহিল মানুষ

১৯ মে ২০২২

দেশের বেশিরভাগ অঞ্চলে কয়েক দিন ধরে ভ্যাপসা গরম অনুভত হচ্ছে। কিছু জেলায় মৃদ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পারদে তাপমাত্রা ৩৫-৩৭ এর মধ্যে থাকলেও অনুভত হচ্ছে প্রায় ৪০ ডিগ্রির মতো। কোনো কোনো এলাকায় হালকা বৃষ্টি বা কালবৈশাখী হলেও অসহনীয় গরম কিছুতেই কমছে না। এমন পরিস্থিতি আরও সপ্তাহ দুই-তিনেক (১৫ বা ২০ দিন) এর মতো থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে খুলনায়, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মৃদ তাপ প্রবাহিত হওয়া জেলা হচ্ছে- মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট।

আবহাওয়া অধিদফতর বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখন বেশি। তাই  তাপমাত্রা কম থাকলেও গরম বেশিই অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে,  এ কারণের পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কম থাকা এবং দীর্ঘ সময় সূর্যের আলো মাটিতে পড়াও অন্যতম কারণ। আবহাওয়া অধিদফতরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়- ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টিপাত হতে পার রংপুর, রাজশাহীর কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায়। দেশের উত্তরপূর্বাংশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর