রাস্তা পারকালে ২ বছরে ১ হাজার ২৭ শিশুর প্রাণহানি

১৯ মে ২০২২

গত দুই বছরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১ হাজার ২৭ জন শিশু মারা গেছে। এ সময়ে সড়ক দুর্ঘটনায় মোট ১ হাজার ৬৭৪ শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মে) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২০-২২ সালের এপ্রিল পর্যন্ত সংঘটিত দুর্ঘটনাগুলো এ প্রতিবেদনের আওতায় আনা হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ১ মাস থেকে ৫ বছর বয়সী ৩৩৭টি, ৬ থেকে ১২ বছর বয়সী ৭৫৪ টি  এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী ৫৮৩ টি শিশু মারা গেছে। রাস্তা পার হওয়ার বাইরে যানবাহনের যাত্রী হিসেবে ৩৩১, পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী হিসেবে ৪৮ এবং মোটরসাইকেল চালক ও আরোহী হিসেবে ২৬৮ শিশু মারা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় ৭৩১, বসত বাড়ির আশেপাশের সড়কে খেলাধুলার সময় ১৯৩ ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর উল্টে পড়ার ৩টি ঘটনায় রাতে ঘুমন্ত ৭ শিশু মারা গেছে।

এমকে


মন্তব্য
জেলার খবর