কোন্দল মিটিয়ে দলকে সুসংগঠিত করতে হবে: ওবায়দুল কাদের

১৯ মে ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দলের কেন্দ্রীয় সম্মেলনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, দলের ভেতরের সব অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। বৃহস্পতিবার (১৯ মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন। সেতুমন্ত্রী রাজধানী ঢাকায় তার বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন।

শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল বিজয়ের বন্দরে পৌঁছাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে শেখ হাসিনার স্বদেশ প্রবর্তন প্রসঙ্গেও কথা বলেন।  বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিলেন বলেই  বাংলাদেশ আজ উন্নয়ন ও অর্জনে বিশ্বের বিস্ময়। সব ষড়যন্ত্র ও রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক,  সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি,   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল  এবং গাজীপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতারা।

এমকে


মন্তব্য
জেলার খবর