অনুমোদন ছাড়া হাট বসালে জায়গা নিয়ে নেবে সরকার

১৯ মে ২০২২

সরকারের অনুমোদন ছাড়া কোনো হাট-বাজার বসানো যাবে না। স্থানীয় হাট-বাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে। অন্যথায় হাট-বাজার বসালে ওই জায়গা খাস জমি হিসেবে নিয়ে নেবে সরকার। পাশাপাশি সংশ্লিষ্টদের জেল-জরিমানাও হবে। এমন বিধান রেখে হাটবাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল হক।

জেল জরিমান হিসেবে ৫ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ডের কথা উল্লেখ করা হয়েছে অনুমোদিত খসড়ায়। এ বৈঠকে ‘ভূমি সংস্কার আইন, ২০২২’, ‘জাতীয় মানসিক স্বাস্থ্যনীতি, বাংলাদেশ-২০২২’ও ভূমি উন্নয়ন কর আইনের খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

এমকে


মন্তব্য
জেলার খবর