সূচক ও শেয়ারদর কমেছে

১৯ মে ২০২২

বৃহস্পতিবার (১৯ মে)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। অন্যদিকে আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক  কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৫১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ছয় হাজার ২৫৮ দশমিক ২৪ পয়েন্টে, ডিএসইএস ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে এক হাজার ৩৮৩ দশমিক ০৪ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৮০ পয়েন্ট কমে দুই হাজার ৩১৬ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে।

এদিনে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২৬৩টির আর বাকি ৫০টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৬৬৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৬২ কোটি ৯৩ লাখ টাকা। লেনদেন কমেছে ৯৪ কোটি ৫ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৮২ দশমিক ৩৩ পয়েন্ট  কমে ১১ হাজার ৬৪ দশমিক ৬৯ পয়েন্টে এবং  সিএএসপিআই ১৩৫ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৯ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। শেয়ার লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৪টির, বিপরীতে কমেছে ২০৮টির এবং ২৬টির অপরিবর্তিত ছিল।

এমকে


মন্তব্য
জেলার খবর