খুনের মামলায় কারাদণ্ড, আত্মসমর্পণে সময় চান সিধু

২০ মে ২০২২

নভোজিৎ সিং সিধু, একাধারে ভারতের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব। ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তী ৩৪ বছর আগের অনিচ্ছাকৃত এক অপরাধের জন্য শাস্তি পেয়েছেন। যেখানে এক বছরের জেল দেওয়া হয়েছে তাকে।

 

বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট তার এক বছরের কারাদণ্ড ঘোষণা করে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়। নির্দেশ মেনে শুক্রবার পাটিয়ালা আদালতে আত্মসমর্পণের বার্তাও দিয়েছিলেন সিধু।

 

কিন্তু তার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার শীর্ষ আদালতের কাছে সিধুর আত্মসমর্পণের জন্য সপ্তাহ খানেক সময় দেয়ার আবেদন জানিয়েছেন।

 

শুক্রবার সকাল থেকেই সিধুর পাটিয়ালার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন কংগ্রেস নেতা-কর্মীরা। তখনই খবর আসে, সিধুর আইনজীবী আত্মসমর্পণের জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টের আর্জি জানিয়েছেন।

 

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাটিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দ্র সিং সান্ধু। পরে গুরনামকে গাড়ি থেকে জোর করে টেনে বের করে মারধর করেন তারা। ওই ঘটনার কয়েক দিন পরে মারা যান গুরনাম।

 

ওই মামলায় নিম্ন আদালতে ছাড়া পেয়ে গেলেও ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের রায়ে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন সিধু। হাইকোর্টের রায়ে তার তিন বছরের কারাদণ্ড হয়। কিন্তু, পরের বছর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সিধু।

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা


মন্তব্য
জেলার খবর