ইউক্রেনে পশ্চিমা অস্ত্রবহর হামলার বৈধ লক্ষ্যবস্তু : রাশিয়া 

১৩ মার্চ ২০২২

ইউক্রেনে হামলাকারী রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এসব অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

 

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সেরগেই রায়াবকোভ স্থানীয় সময় শনিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণে এসব কথা বলেন।

 

ভাষণে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্র সমন্বয় করছে। আমরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করেছি। আমরা তাদের বলেছি—তাদের এমন পদক্ষেপ কেবল বিপজ্জনকই নয়, এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’

 

সেরগেই রায়াবকোভ আরও বলেন, ‘পশ্চিমারা ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এর পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে।’


মন্তব্য
জেলার খবর