২৪ ঘণ্টায় শনাক্ত ৫০ রোগী

২০ মে ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে  ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি এ রোগ থেকে সুস্থতা ফিরে পেয়েছেন ২২১ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। শুধু গত ২৪ ঘণ্টাতেই নয়, একটানা ৩০ দিনে কোনা করোনা রোগী মারা যাওয়ার খবর নেই স্বাস্থ্য অধিদফতরের কাছে। শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 অধিদফতর বলছে, এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৯। ৬ হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৩১৩টি।

এখন পর্যন্ত  নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ১৩টি। এর মধ্যে করোনার জীবাণু শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনের। সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৮৮। করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৭৫ জন। মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন করোনা রোগী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর