সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার বোমা হামলা

১৩ মার্চ ২০২২

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির মারিওপোল শহরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরে উপর্যুপরি বোমা হামলা চলমান থাকায় মসজিদটিতে কিছু মানুষ আশ্রয় নিয়েছিল। এদের মধ্যে তুরস্কের নাগরিকসহ শিশু ও বয়োজ্যেষ্ঠ মিলে ৮০ জনের বেশি ছিল। খবর বিবিসির।

 

মারিওপোলের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। রুশ সেনারা পুরো শহর ঘিরে রেখেছে। শহরটিতে কয়েক লাখ মানুষ আটকে পড়েছে। তবে লোকজনকে সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ইউক্রেন সরকারকে দুষছে রাশিয়া।

 

ইউক্রেনে অবস্থিত তুরস্কের দূতাবাসের মুখপাত্র সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, মসজিদটিতে শিশু ও বয়োজ্যেষ্ঠসহ ৮৬ জন আশ্রয় নিয়েছিল। ওই মসজিদটিই হলো সুলতান সুলেমান মসজিদ।

 

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে বলেছে, “রাশিয়ার দখলদারেরা মারিওপোল শহরের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্ট মসজিদে বোমা হামলা চালিয়েছে। সেখানে ৮০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল।”

 

ইউক্রেন আক্রমণের শুরু থেকেই রাশিয়া সাধারণ মানুষজনকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে।


মন্তব্য
জেলার খবর