‘শিগগিরই লুহানস্ক পুরোপুরি মুক্ত হবে’

২১ মে ২০২২

খুব শিগগিরই লুহানস্ক অঞ্চলটি ইউক্রেনের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। শুক্রবার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা জানান।

 

তিনি জানিয়েছেন, লুহানস্ক অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। এর ফলে শিগগিরই এ অঞ্চলটি পুরোপুরি মুক্ত হতে যাচ্ছে। রুশ ভাষাভাষী অধ্যুষিত লুহানস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো।

 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মারিউপোল অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন, আজভস্তাল ইস্পাত কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করেছে। গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২ হাজার ৪শ’ ৩৯ জন সেনা আত্মসমর্পণ করেছে।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। তিনি এক ভিডিও বার্তায় বলেন, রুশ সেনাবাহিনী দনবাসের শিল্পাঞ্চল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, মস্কো হামলা বাড়ানোর সঙ্গে সঙ্গে কাণ্ডজ্ঞানহীনভাবে বোমা হামলা চালাচ্ছে। খবর রয়টার্সের।


মন্তব্য
জেলার খবর