মন্তব্য
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে এ পর্যন্ত ২ হাজার ৪শ’ ৩৯ ইউক্রেনীয় সেনা আত্মসমর্পন করেছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার আজভস্টাল কারাখানায় অবরুদ্ধ হয়ে পড়া আরও ৫০০ শতাধিকের বেশি সেনা আত্মসমর্পণ করে। খবর আল-জাজিরার।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, গত সোমবার থেকে এ পর্যন্ত ২ হাজার ৪শ’ ৩৯ জন ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর নিকট অস্ত্র সমর্পণ করেছে। এর মধ্যে শুক্রবার ৫ শতাধিকেরও বেশি সেনা আত্মসমর্পণ করে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযোগ্য চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার দেশে রুশ বাহিনী আগ্রাসন চালিয়ে যে ক্ষতি করেছে তার আর্থিক মূল্য দিতে হবে।