ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে নিখোঁজের দু’দিন পর জিহাদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ মে) সকালে আহাম্মদপুর ইউনিয়নের মায়ানদী সংলগ্ন কার্ফার খাল থেকে জিহাদ এবং সন্ধ্যায় মুজিবনগর ইউনিয়নের তেতুয়িলা নদীর পাড় থেকে জুনায়েদের মৃতদেহ উদ্ধার করা হয়।
জিহাদ আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মো. এরশাদের ছেলে এবং জুনায়েদ একই এলাকার মো. সবুজের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
জানা যায়, জিহাদ বাবা-মায়ের সাথে আহাম্মদপুর এলাকায় তার মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে। গত বুধবার বিকালে খেলতে বের হয়ে জিহাদ এবং জুনায়েদ নিখোঁজ হয়। শুক্রবার সকালে ওই খালে জিহাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। সবুজ মিয়ার বাড়ির পাশে কার্ফার খালের উপর সুপারী গাছের একটি সাঁকো রয়েছে। ধারনা করা হচ্ছে , তারা সাঁকোটি পাড় হতে গিয়ে খালে পড়ে গিয়েছিল।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে