সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: জিএম কাদের

২১ মে ২০২২

কর্তৃত্ববাদী সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। কারণ হিসেবে বলেছেন, এমন সরকারের সামনে প্রশাসন বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অসহায় হয়ে পড়ে। ইতোমধ্যেই সরকার প্রধান ঘোষণা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। শনিবার (২১ মে) রাজধানী ঢাকায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন। একদল নারী উদ্যোক্তার জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।

ইভিএম প্রসঙ্গে জিএম কাদের জানান, সবগুলো আসনে না করলেও যেসব আসনে সরকার দলীয় প্রার্থীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করতে পারবে না, সেখানে হয়তো ইভিএমে ভোট গ্রহণ চলবে। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর