নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ মে ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে ওড়না দিয়ে ফাঁস লাগানো আকলিমা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মে) সকালে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকায় তার স্বামীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকলিমা ওই এলাকার জাকিরের স্ত্রী ও  চরফ্যাশন পৌরসভা ১ নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদের মেয়ে। ২৬ দিন আগে তার বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়।  জাকির পেশায় একজন রিক্সা চালক। আকলিমার বাবা মাকসুদ জানান, পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে হয়। ঘটনার দিন স্বামীর সাথে কথার কাটাকাটি নিয়ে রাগের বশে আকলিমা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা মেয়ের লাশ দেখতে আসি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন,  লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর