সোনার দামে রেকর্ড

২২ মে ২০২২

অনেকদিনই হচ্ছে দাম লাফানোর কারণে অস্থির হয়ে উঠছে দেশের সোনার বাজার। মাঝে মধ্যেই বাড়ছে, আবার কমছে। তবে যে কয়েকবার কমছে, তারচেয়ে বাড়ছে বেশি। এদিকে চারদিনের ব্যবধানে শনিবার (২১ মে) আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিনে যে দাম বাড়ানো হয়েছে, তাতে আগের রেকর্ড ছাড়িয়েছে সোনা। দেশের ইতিহাসে এর আগে কখনই এত দাম ঘোষণা করা হয়নি। নতুন দরে সর্বোচ্চ ভালো মানের সোনা কিনতে ভরিপ্রতি খরচ করতে হবে ৮২ হাজার ৪৬৫ টাকা।  প্রতিবারই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কারণ দেখিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়ে আসছে বাজুস।

শনিবার (২১ মে) ঘোষণা করা নতুন দর রোববার (২২ মে) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। এ দিনের ঘোষণায়  ২২ ক্যারেট (সর্বোচ্চ ভালো) সোনার দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া ভরি প্রতি  ২১ ক্যারেট ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৫৩৪ টাকা এবং সনাতন পদ্ধতিরটা ৫৬ হাজার ২২০ টাকায় কেনাবেচা হবে সোনা।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর