বিনা অভিজ্ঞতায় লোকবল নেবে ন্যাশনাল হাউজিং

২২ মে ২০২২

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। পদসংখ্যা অনির্ধারিত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এ ছাড়া ই–মেইলও সিভি পাঠানো যাবে। আবেদন করা যাবে ২ জুন পর্যন্ত।

 

যে যোগ্যতায় আদেন করা যাবে:

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ বা ব্যাংক ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত বা স্ট্যাটিসটিকস, এলএলএম বা এলএলবি, সিভিল, ইইই ও সিএসইতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ইংরেজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে কমপক্ষে সিজিপিএ ৩ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি, সমমানের জিপিএ বা সিজিপিএ থাকা যাবে না। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। অভিজ্ঞতার ছাড়াই আবেদন করা যাবে।

 

বয়স: ২০২২ সালের ৩১ মে সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন ও সুযোগ–সুবিধা: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর