ইউক্রেনে ‘টারমিনেটর’ মোতায়েন করেছে রাশিয়া: যুক্তরাজ্য

২৩ মে ২০২২

তিন মাস ধরে তুমুল লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। রাশিয়ার হামলায় দেশটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সাধারণ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পাশের দেশ কিংবা নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছে। কবে নিজ বাায় ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই।

 

এদিকে রাশিয়া হামলার গতি আরো বাড়িয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহর দখলে নিতে চলছে লড়াই। শহরটিতে ‘বিএমপি-টি টারমিনেটর’ নামে একধরনের সাঁজোয়া যান মোতায়েন করেছে রাশিয়া। রোববার এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধক্ষেত্রে ট্যাংকবহরকে সহায়তার জন্য বিএমপি-টি টারমিনেটর ব্যবহার করে রাশিয়া। আফগানিস্তান ও চেচনিয়ায় যুদ্ধের পর রাশিয়া এ সাঁজোয়া যান তৈরি করেছিল।

 

ইউক্রেনে এ টারমিনেটরের একটি বহর মোতায়েন করা হয়েছে বলে মনে করছে যুক্তরাজ্য। দেশটির ভাষ্য, বহরে ই সাঁজোয়া যানের সংখ্যা ১০–এর বেশি নয়। সেগুলো ইউক্রেন যুদ্ধে তেমন প্রভাব ফেলবে না বলে তাদের ধারণা।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, সেভেরোদোনেৎস্কে বিএমপি-টি টারমিনেটর মোতায়েন করার অর্থ হলো- সেখানে ‘সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সেস’ নামে রাশিয়ার একটি বিশেষ বাহিনী অবস্থান করছে। রাশিয়ার অভিযানের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল এ বাহিনী।


মন্তব্য
জেলার খবর