দীর্ঘ নয় বছর পর অস্ট্রেলিয়ায় কনজ়ারভেটিভ সরকার তথা লিবারাল-ন্যাশনাল জোটকে পরাস্ত করে ক্ষমতায় আসতে চলেছেন অ্যান্টনি অ্যালবানেজ়ি ও তার দল লেবার পার্টি। অস্ট্রেলিয়ার জাতীয় সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানানো হয়েছে।
প্রাথমিক গণনায় দেখা গেছে, সরকার গঠন করার জন্য ৭৬টি আসনের মধ্যে ৭২টি আসন পেয়েছে অ্যালবানেজির দল, যেখানে ৫২টি আসন পেয়েছে জোট। বিষয়টি প্রকাশ্যে আসার পরই হার স্বীকার করেছেন স্কট মরিসন। লিবারেল পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
মরিসনের হারের পেছনে আর একটি কারণ হলো- পরিবেশের উন্নয়নপন্থী, দুর্নীতিবিরোধী ও লিঙ্গসাম্যবাদী একাধিক স্বতন্ত্র মহিলা প্রতিনিধি। সংবাদমাধ্যমের দাবি, স্কট মরিসনের লড়াই ছিল দুটি যুদ্ধক্ষেত্রে। এক দিকে লেবার পার্টির অ্যালবানেজ়ি, অপর দিকে এই নির্দল মহিলা প্রার্থীরা— যারা ‘টিল’ নামে পরিচিত। গত তিন বছর ধরে অতিমারি, খরা, বন্যা ও দাবানলের সঙ্গে লড়াই করার পর সাধারণ মানুষ এ বার বেছে নিয়েছেন এঁদেরই। শনিবারের গণনা শেষ হওয়া পর্যন্ত জানা গেছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন অ্যালবানেজ়িই, কিন্তু লেবার পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনও প্রশ্নের মুখে। রবিবার ফের গণনা শুরু হবে।