ইসরায়েলি হামলায় ৩ সিরিয় নিহত

২২ মে ২০২২

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত তিন নিহত হয়েছেন। শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানীর দামেস্কের আশপাশের কয়েকটি স্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ সময় সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। তবে হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ইসরায়েলি হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ধরে যায় এবং বিমানের দু’টি ফ্লাইট স্থগিত করা হয়।


মন্তব্য
জেলার খবর