রাশিয়ান মুদ্রায়ই গ্যাস কিনবে জার্মানি-ইতালি

২২ মে ২০২২

রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি ও ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য দেশ দুটি সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।

 

রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার পর রাশিয়া ঘোষণা করেছিল যে, সে দেশ থেকে গ্যাস নিতে হলে ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোকে রুবলের মাধ্যমে দাম পরিশোধ করতে হবে। অন্যথায় এসব দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

 

এ প্রেক্ষাপটে জার্মানি ও ইতালি তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ দেয়, যাতে করে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি এড়ানো যায়।

সম্প্রতি পোল্যান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ড রাশিয়াকে রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে। খর রয়টার্সের।

 

ব্রাসেলস ইউরোপীয় কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনার পর গ্যাজপ্রম ব্যাংকের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার ব্যাপারে ইতালি ও জার্মানি সিদ্ধান্ত নেয়।


মন্তব্য
জেলার খবর