বাইডেনসহ ৯শ’রও বেশি মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

২২ মে ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ ৯শ’ ৬৩ জন আমেরিকান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। খবর আল-জাজিরার।

 

এ বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। শুরু থেকেই রাশিয়ার এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো। রাশিয়াকে দমাতে একের পর এক নিষেধাজ্ঞা চাপায় তারা। তবে রাশিয়া বসে থাকার পাত্র নয়। পাল্টা ব্যবস্থা নেয় মস্কো। ইউরোপের বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় পুতিন। তারই অংশ হিসেবে বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের ওপর এ নিষেধাজ্ঞা দিল।


মন্তব্য
জেলার খবর