জ্যাকলিনের গালে লাভ বাইট

২২ মে ২০২২

বিতর্কের অপর নাম জ‍্যাকলিন ফার্নান্দেজ। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ‍্যে এসেছে তবে থেকেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন শ্রীলঙ্কান‍ বংশোদ্ভূত এ অভিনেত্রী। বিশেষ করে সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের একটি ঘনিষ্ঠ ছবিতে তার গলায় স্পষ্ট লাভ বাইটও দেখা যায়। তুমুল সমালোচনা হয়েছিল ছবিটি নিয়ে। সেসময় মুখ খুলেছিলেন জ‍্যাকলিনও।

 

এবার আবারও তার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়‌। সাদা সালোয়ার কামিজ ও চোখে কালো সানগ্লাস পরে পাপারাৎজির ক‍্যামেরায় ধরা দেন তিনি। কিন্তু সেসব ছেড়ে নেটিজেনদের নজর আটকেছে অভিনেত্রীর বা গালে। সেখানে স্পষ্ট একটি লাভ বাইটের চিহ্ন।

 

সুকেশের প্রসঙ্গ টেনে এনে কয়েকজন প্রশ্ন করেছেন, ‘‘আবার নতুন কার সঙ্গে জুড়লেন জ‍্যাকলিন? কার টাকা মেরে নতুন নতুন উপহার কিনছেন?’’ এমন সব মন্তব‍্য এসেছে কমেন্ট বক্সে। দৃশ‍্যতই জ‍্যাকলিনকে নিয়ে বিরূপ মনোভাব পোষণ করছেন অনেকেই।

 

২০০ কোটি টাকা প্রতারণা মামলার মূল অভিযুক্ত সুকেশের সঙ্গে জ‍্যাকলিনের যে বিশেষ সম্পর্ক ছিল, তা আর কারোরই অজানা নয়। প্রতারণার টাকা থেকেই নাকি জ‍্যাকলিনকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছিলেন সুকেশ। খবর হিন্দুস্থান টাইমসের।


মন্তব্য
জেলার খবর