তথ্য প্রযুক্তির চরম উন্নতিকে ভর করে মূহুর্তেই তথ্য চলে যাচ্ছে মাইলের পর মাইল, হৃদয় থেকে হৃদয়ে। এ যুগের তথ্য ভাগাভাগি করার দারুণ এক মাধ্যম সোশ্যল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক তার মধ্যে অন্যতম।
ফেসবুকে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই স্ট্যাটাস নিয়ে তথ্য ভাগাভাগি করতে পারেন৷ সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে গুঞ্জনের সূত্রপাত ঘটে। গুঞ্জনটি ছিল দ্বিতীয় সংসারও ভাঙতে যাচ্ছে নায়িকার। তিনি লিখেছিলেন, প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে।
তার স্বামী রাকিব সরকার দুজনের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে বাড়তে থাকা গুঞ্জনের ইতি টানলেন। ছবিতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরেছেন রাকিব। মাহির পরনে কালো বোরকা। স্বামীর হাত ধরে, মাথায় মাথা ঠেকিয়ে রোমান্টিক ভঙ্গিমায় সেলফি তুলেছেন তারা। প্রকাশিত এ ছবির মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন, বিচ্ছেদ নয় বরং সুখেই চলছে দাম্পত্য জীবন।