৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

২২ মে ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলায় ৫ কেজি গাঁজাসহ বেল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২২ মে) ভোরে শহরের পান বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বেল্লাল হোসেন জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট এলাকার মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ জানিয়েছে, বেল্লাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, বেল্লাল হোসেনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর