সময় এলে ঠিকই নির্বাচনে যাবে বিএনপি: ওবায়দুল কাদের

২২ মে ২০২২

গতবারের মতো এবারও সময় এলে ঠিকই বিএনপি  জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, তারা গতবারও বলেছিল- নির্বাচন যাবে না । শেষ পর্যন্ত পানি ঘোলা করে ঠিকই গেছে। এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে, বলছে- এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারা। রোববার (২২ মে) মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। তাই নির্বাচনে আসেন। শেখ হাসিনার সৎ সাহস আছে, তিনি বলেছেন-  নির্বাচনে হেরে গেলে চলে যাবেন। আপনারা নির্বাচনে জিতুন, কে নিষেধ করেছে? আসবেন ঠিকই, এত পানি ঘোলা করছেন কেন?

বিএনপি আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ উল্লেক করে ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতার জন্য তাদের নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত। দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ হয়। শেখ হাসিনার উন্নয়ন মানেই বিএনপির জ্বালা- যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর