মন্তব্য
২০২৩ সালের জুন থেকে রেলপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যাবে। রোববার (২২ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশার কথা শোনালেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রাজধানী ঢাকায় রেলপথ মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব দ্বিতীয় রেলসেতুর তৃতীয় ধাপে কাজের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে চট্টগ্রামের দোহাজারি-কক্সবাজার পর্যন্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। মার্চ পর্যন্ত সরকারের অগ্রাধিকার এ প্রকল্পের কাজ এগিয়েছে ৬৯ শতাংশ। ফলে ডিসেম্বরের পরিকল্পনা বাদ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জুনে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।
এমকে