অবশেষে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। শনিবার বিকেল ৫টার দিকে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই এ খবর জানিয়েছেন। ছবিতে সানিকে উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। সানি ক্যাপশনে লিখেছেন, ‘এমন সুন্দর দেশে আসতে পেরে খুব ভালো লাগছে!’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন বাংলাদেশ।
গানবাংলার জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানিয়েছেন, ‘তাপস ভাইয়ের সাথে ছবিটি পারিবারিক ছবি, উনার সাথে কাজের সূত্রে সংশ্লিষ্টতা রয়েছে। তার সাথে গানবাংলা আগে একাধিক কাজ করেছে। এ ছবি পোস্টকে আমরা নিছক মজা বলে মনে করছি। কিন্তু সানি লিওন বাংলাদেশে এসেছেন কি না, সে বিষয়ে আমাদের এখনও আনুষ্ঠানিক বক্তব্য নেই।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ডিআইজি (ইমিগ্রেশন) মো. মনিরুজ্জামান আজ ৭টা ৪০ মিনিটে এনটিভি অনলাইনকে বলেন, ‘সানি লিওন ঢাকায় পৌঁছেছেন। উনার কাগজপত্রে কোনো সমস্যা নেই।’
আরআই