১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটির বেশি ডলার

২২ মে ২০২২

দেশে চলমান মে মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ২২ লাখ ডলার। বিনিময় হার বর্তমানে প্রতি ডলারের বিপরীতে ৮৭ টাকা ৫০ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৪৮১ কোটি ৫৮ লাখ টাকা। এদিকে  রোববার (২২ মে) দুপুর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স পরিমাণ ২১০ কোটি ডলার বা ১৮ হাজার কোটি টাকা ছড়িয়ে যাবে। আর চলমান ধারা অব্যাহত থাকার সম্ভবনা বেশি। কারণ সামনে ঈদুল আজহা। কোরবানির পশু কেনার জন্য আগেই স্বজনদের কাছে অর্থ পাঠাবেন প্রবাসী বাংলাদেশিরা।

এমকে


মন্তব্য
জেলার খবর