মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। আর নমুনা পরীক্ষায় রোগটি শনাক্ত হয়েছে ৩১ জনের। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৩ জন। সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৭। ৪ হাজার ৬০৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের সংগ্রহসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬৫৯টি।
এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩০। করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫টি। বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ ।
এমকে