ডলারের বিপরীতে টাকার মান কমলো

২৩ মে ২০২২

দেশে আবারও মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানো হয়েছে, পরিমাণে ৪০ পয়সা। সোমবার (২৩ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ১৬ মে ৮০ পয়সা বাড়িয়ে ডলারের বিনিময়মূল্য ৮৭ টাকা ৫০ পয়সা করা হয়েছিল। তবে এবার ব্যাংকগুলোকে ৮৮ টাকায় আমদানি বিল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক রফতানির তুলনায় আমদানি ব্যয় বেড়েছে। এতে ডলারের উপর চাপ পড়ে‌ছে। উদ্ভূত পরিস্থিতিতে ডলারের এ দর নির্ধারণ করা হয়েছে বলে জানা গেচে। এদিকে  ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর